শিরোনাম
অ্যাম্বুলেন্সে মদ: চালকসহ ২ শিক্ষার্থী আটক
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১০:১৫
অ্যাম্বুলেন্সে মদ: চালকসহ ২ শিক্ষার্থী আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মদ বহণকালে চালকসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে যশোরের চৌগাছা থানা পুলিশ। আটকরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক মীর্জারুল কবীর, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুজ্জামান গণি ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাগতম বিশ্বাস।


সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।


থানার উপপরিদশর্ক জামাল হোসেন জানান, সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এসময় চার বোতল ভারতীয় মদ উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।


আটক কামরুজ্জামান গণি টাঙ্গাইল আদালতপাড়ার একাব্বর আলির ছেলে ও স্বাগতম বিশ্বাস খুলনার টুট পাড়ার মিলন বিশ্বাসের ছেলে। তারা বিশ্ববিদ্যালয়ের শহিদ মশিউর রহমান হলের বাসিন্দা।


দুই শিক্ষার্থীর আটকের খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা চৌগাছা থানায় ভিড় করেন। মশিউর রহমান হল শাখা ছাত্রলীগ সভাপতি শান্ত বলেন, এটা দুঃখজনক ঘটনা। তারা ভুল করে ফেলেছে। চৌগাছা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/তুহিন/জেমি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com