বেগমগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫
বেগমগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আলহাজ মামুনুর রশিদ কিরণ এমপির সমর্থক ছাত্রলীগ নেতাদের উপর স্বতন্ত্র হামলা করেছে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকরা। নিউজ সংগ্রহ করতে গেলে এসময় এটিএন বাংলার গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এতে সাংবাদিক সহ ১২ জন আহত হয়।


এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জনি (২৭) জুয়েল (২৫)।


শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, গাবুয়া বাজারে পূর্বঘোষিত পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এসময় নৌকার সমর্থক গুরুতর আহত হন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান সাকিব ও সুলতানুর রহমান রিতুল ও সাংবাদিক এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজন সহ অন্তত ১২ জন আহত হয়।


এসময় গাড়িতে আরও ছিলেন, এটিএন বাংলার ঢাকার রিপোর্টার নাজিবুর রহমান তারা অল্পের জন্যে রক্ষা পান। এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তারা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এর জের ধরে পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


এসময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া করে।


আহত ছাত্রলীগ নেতারা জানান,গাবুয়া বাজারে তারা নৌকার মার্কার প্রচারণা করতে গেলে ইউপি চেয়ারম্যান দিপুর নেতৃত্বে আরোও ১০ থেকে ১৫ জন জাবেদের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র স্বতন্ত্র হামলা চালায়। আহত ছাত্রলীগ নেতাদের নোয়াখালী ৫০ শয্যা জেনারেল হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয়
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিহান আল রশীদ,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোবায়েত রহমান আরাফাত,বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) রাজীব হাসান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।


বিবার্তা/সবুজ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com