
রাজধানীর মহাখালীতে টিবি গেটে পারটেক্সের পাশে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারের অভিযানে নেমেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা। ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
২৮ এপ্রিল, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহান হক জানান, টিবিগেট সংলগ্ন গুলশান লেকে একটি শিশু পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে আরেকটি শিশু। ওই শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে শিশুটির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে শিশুটির নাম রিয়া বলে জানা যায়। তবে তার অন্য পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আরেক শিশু ফাতেমার বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়া নামের ৬ বছরের এক শিশু ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। সে ভিক্ষা করতো। পরে ফায়ার সার্ভিসকে খরর দিলে,তাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায় তবে এখন পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]