সাভারে অবৈধ কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:২৮
সাভারে অবৈধ কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে একটি অবৈধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।


১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশনের মোল্লাপাড়া এলাকার বিসমিল্লাহ মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানায় এ ঘটনা ঘটে।


এঘটনায় নিহত ওই শ্রমিকের লাশ কারখানায় রেখে পালিয়ে গেছে মালিক ও অন্য শ্রমিকরা। পুলিশ জানায়, কারখানাটির মালিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে ওই কারখানায় বেল্ট ও ক্যাপ তৈরি করে আসছিল।


পরে আজ কারখানায় কাজ করার সময় কারখানার ভিতরে বয়লার মেশিন বিস্ফোরণ ঘটে। এসময় মুহূর্তের মধ্যে কারখানার শ্রমিক রোহান মন্ডল নিহত হয় ও এনামুল নামের এক শ্রমিক গুরুতর আহত হয়।


পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর থেকে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে গেছে। এলাকাবাসী অবিলম্বে অবৈধ ওই কারখানার মালিককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কারখানা মালিকের বিরুদ্ধে।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com