পাংশায় স্কুল বাউন্ডারির কাজে রড ছাড়া ঢালাই
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৭
পাংশায় স্কুল বাউন্ডারির কাজে রড ছাড়া ঢালাই
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় ৩০ লাখ টাকার প্রকল্পের কাজে রড ছাড়াই ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে এ অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় উপজেলার হাবাসপুর উত্তরপাড়া, চর-ঝিকরী বিশ্বাসপাড়া ও খোদ্দবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়।


অনুমোদিত প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয় ৩০ লাখ ৬৪ হাজার টাকা। কাজটি করছেন মেসার্স ওদুদ মন্ডল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।


১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাউন্ডারি নির্মাণের জন্য বিদ্যালয়ের চার পাশ দিয়ে গর্ত করে বেজ ঢালাই দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত মঙ্গলবার সাড়ে ৪ টার পরে আমরা স্কুল থেকে চলে যাই। পরে আমাদের অনুপস্থিতে ঢালাই দিয়েছে তারা। কাল ইঞ্জিনিয়ার এসে দেখেছে ঢালাইয়ের মধ্যে রড নাই। তখন আমরাও উপস্থিত ছিলাম। এর পরে কাজ বন্ধ করে দিয়ে গেছে। তবে সঠিক নিয়মে কাজ করার দাবি স্থানীয় ও শিক্ষকদের।


মেসার্স ওদুদ মন্ডল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজটি করছেন স্থানীয় নাজমুল নামের এক ব্যক্তি। তিনি বলেন, মিস্ত্রী কাজ করার সময় ভুল করে রড দেয়নি। তবে ইতিমধ্যে তারা ওই মিস্ত্রীকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। নতুন মিস্ত্রী দিয়ে ভুল সংশোধন করে আবার কাজ শুরু করবেন।


এ বিষয়ে কথা বলতে ঠিকাদার ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।


এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, তিনি ঢালাই কাজের অনুমতি দেননি। তারা না জানিয়ে সন্ধ্যার দিকে ঢালাই দিয়েছে। বিষয়টি জানার পর বুধবার গিয়ে দেখি বেজ ঢালাইয়ের মধ্যে রড নেই। পরে কাজটি বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে ঠিকাদারকে চিঠি ইস্যু করা হবে।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com