নোয়াখালীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৩
নোয়াখালীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদী শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।


সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষে থেকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর ও পুলিশ প্রশাসনের পক্ষ্যে পুলিশ সুপার শহীদুল ইসলাম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।


পরে জেলা পরিষদের পক্ষে নোয়াখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


এছাড়াও জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী দেওয়ান মাহবুবুর রহমানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১ এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com