নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় উপকরণ প্রদর্শনী ও মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৫
নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় উপকরণ প্রদর্শনী ও মিলন মেলা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদায়ক পাঠদান ও পাঠদানের মান উন্নয়ন করার লক্ষ্যে ১২ ডিসেম্বর, মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীন ভেলানগর ক্লাস্টার পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপকরণ প্রদর্শনী ও মিলন মেলা (২০২৩) আয়োজন করে।


ভেলানগর ক্লাস্টারের ২১টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এ উপকরণ মেলার আয়োজন করা হয়।


উপকরণ প্রদর্শনী ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। মেলার উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনিতা পাল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন, পলাশ উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, শিবপুর উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর, বেলাব শিক্ষা অফিসার জুলেখা শারমীন, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনিরুজ্জামান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র দাস, ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জাহান দিলরুবা, বজলুর রহমান সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, হাফিজুর রহমান, আরিফুল ইসলাম, কবির হোসাইন, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি এবি বোরহান উদ্দিন ভূইয়া, কল্যাণ সভাপতি মাহবুব উদ্দিন ভূঞা।


অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও বিলাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আফরোজ।


বক্তব্য শেষে অতিথিগণ উপকরণ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। দ্বিতীয় পর্বে এ মেলার আনন্দের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২১টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ বিভিন্ন পরিবেশনা করেন।


বিবার্তা/কামাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com