বগুড়াতে এসপি বাসভবন ও কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০০:১৭
বগুড়াতে এসপি বাসভবন ও কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়াতে জেলা পুলিশ সুপারের বাসভবন এবং তার কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টা ও ১০টার দিকে ঘটে এসব ঘটনা৷ এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়গুলো নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।


বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয়ের এবং বাঙলোর গেইটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর শহরের আরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখবর লেখা পর্যন্ত শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে সড়কে গাড়ী নিয়ে টহল দিচ্ছে বিজিবি সদস্যদল।


বিবার্তা/রাহেনুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com