রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজু সাধারণ সম্পাদক মাজহার নির্বাচিত
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১৯:০৩
রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজু সাধারণ সম্পাদক মাজহার নির্বাচিত
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের ২০২৩-২৫ মেয়াদে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


১১ নভেম্বর, শনিবার দুপুর ১টায় ক্লাব মিলনায়তনে (কৈলাশরঞ্জণ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা) দ্বিবার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হন।


কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক আখিরার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উ-রহমান মিলু, সহ-সভাপতি পিদে দৈনিক নতুন স্বপ্নের সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউজ২৪ টেলিভিশন ও ডেইলি নিউ এজের ব্যুরো প্রধান এবং সাপ্তাহিক রংপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম মানিক, কোষাধ্যক্ষ পদে এশিয়ান টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার ও রংপুর অফিস ইনচার্জ ফকরুল শাহীন, দপ্তর, গবেষণা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রংপুর ব্যুরো ইনচার্জ রেদওয়ান হিমেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডেইলি অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনী, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির রংপুর প্রতিনিধি ফাহাদ হোসেন সাহস, ক্রীড়া সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশের রংপুর জেলা প্রতিনিধি আনজুমনোয়ারা রেখা মনি এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, বাংলা টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন, দৈনিক খবরপত্রের রংপুর প্রতিনিধি নুর হাসান চান, সোনালী নিউজের রংপুর ব্যুরো প্রধান একেএম সুমন এবং দাবানলের স্টাফ রিপোর্টার মেজবাহুল মোকাররবীন হিমেল।


দ্বিবার্ষিক সাধারণ সভাশেষে উপস্থিত সাধারণ সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। আগামী ২ বছরের জন্য এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবেন।


বিবার্তা/নাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com