
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ রবিবার (২৮ এপ্রিল) মাঠে নামছে বাংলাদেশ-ভারত।
চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করেছে দুই বোর্ড। বাংলাদেশের মাটিতেই হবে বিশ্বকাপ। তাই বৈশ্বিক আসরের আগে ড্রেস রিহার্সেল হচ্ছে এই সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।
ভারতের বিপক্ষে সবশেষ সিরিজটা বাংলাদেশের জন্য কিছুটা সুখকরই বটে। সেবার টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেসরা সিরিজ হারে ২-১ ব্যবধানে। আর ওয়ানডে সিরিজটা দুই দল শেষ করেছিল ১-১ সমতায়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]