মিরপুরে যাত্রীবাহী ও ঢাবি শিক্ষার্থী বাসে আগুন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২০:১০
মিরপুরে যাত্রীবাহী ও ঢাবি শিক্ষার্থী বাসে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশজুড়ে বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে আরেকটি বাস পোড়ানো হয়েছে। রাজধানীর মিরপুর সাড়ে ১১-তে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।


৫ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টারের সামনে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।


ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টায় শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।


তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।


অন্যদিকে বিআরটিসি থেকে ভাড়া নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে মিরপুরের বাঙলা কলেজের সামনে বাসটিতে আগুন দেয়া হয়।


বাসের চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন বলেন, শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন আমাকে বলল, আপনার বাসের দুই তলায় আগুন।
এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এ সময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলে। পরে যাত্রী সেজে ওঠা দুজন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com