নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৪:০৬
নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।


২২অক্টোবর, রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।


র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, বিআরটিএ নড়াইল সার্কেলের ইন্সপেক্টর ফরহাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।


বিবার্তা/শরিফুল/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com