খানসামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৫৬
খানসামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শারদীয় দূর্গাপূজা-২০২৩ আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, খানসামা উপজেলায় এবছর মোট ১৩৬ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদের নিরাপত্তায় থানা পুলিশের সাথে ৮৫৮ জন আনসার ও ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এই কার্যক্রম তদারকি করবেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।


উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগমের সভাপতিত্বে ও এসআই দিবাকর রায়ের সঞ্চালনায় প্যারেডে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন ও ওসি চিত্তরঞ্জন রায়।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা প্রশিক্ষক মো: হাবিবুর রহমানসহ প্রমুখ।


ব্রিফিং প্যারেডে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব একটি গুরুত্বপূর্ণ উৎসব। সুষ্ঠুভাবে এটি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকল নাগরিককে সচেতন থাকতে হবে। সেই সাথে দায়িত্ব পালনের সময় গুজব ও অপপ্রচার রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com