ওমরাহ পালনে যাচ্ছেন ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরার’ বিজয়ীরা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৯
ওমরাহ পালনে যাচ্ছেন ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরার’ বিজয়ীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মা-বাবাসহ ওমরাহ পালনের সুযোগ পেলেন ‘কুরআনের নূর- পাওয়ার্ড বাই বসুন্ধরা’ প্রথম আসরের শ্রেষ্ঠ আট হাফেজ। তারা মঙ্গলবার (১৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন।


সোমবার, ১৬ অক্টোবর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ব্যবসায়ী সমিতির অফিসে আয়োজিত প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা 'কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা’ আয়োজন করেছিল। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ৮ জন শ্রেষ্ঠ কুরআনের হাফেজকে পুরস্কৃত করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ঘোষণা অনুযায়ী শ্রেষ্ঠ হাফেজবৃন্দ তাদের পিতা মাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। তারা ১৭ অক্টোবর সকাল ১০ টা ১৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন।


আয়োজিত এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী। এ সময় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।


গুলজার আহমেদ বলেন, এখানে উপস্থিত অভিভাবক সকলের ভাগ্য ভালো, তারা তাদের সন্তানের সাথে ওমরাহ পালনে যাচ্ছেন। আমরা তাদের সাফল্যে আনন্দিত। বাংলাদেশে এত বড় আয়োজন আর কেউ করেনি। এর আগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সাহেব রমজানে মুসল্লিদের জন্য প্রতিদিন বায়তুল মোকাররমে ইফতারের আয়োজন করেছেন।


বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের উদারতা ও মহানুবতার কারণে ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা’ বিজয়ী ৮ জন শ্রেষ্ঠ কুরআনের হাফেজ পরিবারসহ ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। এটা অনেক বড় বিষয়। যারা এ অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।


বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের মন অনেক বড়। বসুন্ধরা গ্রুপ যা বলে তা বাস্তবায়ন করে। সারা দেশ থেকে সেরা হাফেজরা তাদের পরিবার নিয়ে ওমরাহ করতে যাচ্ছেন। আগামীবার আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতা হবে। তখন বিজয়ীর সংখ্যা আরও বাড়ানো হবে।


ওমরা হজের সুযোগ পেয়ে প্রতিযোগিতার বিজয়ী হাফেজ মো. জাকারিয়া বলেন, আমি কখনো ভাবিনি যে, আমার বাবা-মা, পরিবারের সবাইকে নিয়ে ওমরা হজে যেতে পারব। যেটা কখনো স্বপ্নেও ভাবিনি, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সেটা আজ সত্যি হচ্ছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি প্রত্যাশা করি, আগামীতে কুরআনের নূর প্রোগ্রামটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।


বিবার্তা/রাসেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com