টাঙ্গাইলে জরায়ুক্যান্সার প্রতিরোধ টিকা কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ২১:৪৩
টাঙ্গাইলে জরায়ুক্যান্সার প্রতিরোধ টিকা কার্যক্রমের উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে প্রথম বারের মতো জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


১৫ অক্টোবর, রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যােগে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।


এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।


এসময় জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ সরকারি-বেসরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৫ম শ্রেণির ৪৫ হাজার ৪৮৪ জন, ৬ষ্ঠ শ্রেনির ৩৮ হাজার ৩৮১ জন, ৭ম শ্রেনির ৩৫ হাজার ২৮৫ জন, ৮ম শ্রেণির ৩৩ হাজার ৯৭২ জন ও ৯ম শ্রেণির ৩৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, টিকা নিতে প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে। এরপর টিকা নিতে হবে। এ টিকা কার্যক্রমে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ১ লাখ ৮৬ হাজার ৬৭২ জন কিশোরীকে টিকা দেওয়া হবে।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com