ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১৪:১৯
ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮২ জন।


১৪ অক্টোবর, শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।


মৃত ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কমলের স্ত্রী গোলাপী (৭০), রাজবাড়ী সদর উপজেলার বরাট এলাকার উড়াকান্দা গ্রামের শাহজউদ্দিনের ছেলে হাবিবুর (৫০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার আজাহার মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা (৭০) ও মাগুরা সদরের চাঁদপুর এলাকার ইব্রাহিমের স্ত্রী রূপা বেগম (২২)।


ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ২১৮ জন। এর মধ্যে ১৫ হাজার ৪৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ফরিদপুরে এ পর্যন্ত মারা যাওয়া ৮২ জন রোগীর মধ্যে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতাল,ফরিদপুর জেনারেল হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী মারা গেছেন। বাকি ৭৭ জনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।


তিনি বলেন, ফরিদপুরে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ না কেউ মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের মুক্তি দিতে।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com