
উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
২৮ এপ্রিল, সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তীব্র রোদ আর গরম উপেক্ষা করেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো রাখতে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আনসার সদস্যরা কাজ করছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রফুল্লাত জানান, ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১০টি কেন্দ্রের ৫২টি বুথে ২০ হাজার ৮৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]