
'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
দিবসটি উপলক্ষ্যে ২৮ এপ্রিল, রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বরে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন।
পরে জেলা আদালত চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিমুল আহসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বক্তারা বলেন, স্মার্ট লিগাল এইড বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]