
কুলাউড়ায় ঝড়, তুফান ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে আকস্মিক ভয়াবহ ঝড়, তুফান ও শিলাবৃষ্টিতে কুলাউড়ার সঞ্জরপুর, শরীফপুর, তেলিবিল, চানপুর, পূর্বভাগ, হরিপুর, খিদিরপুর, ইটারঘাট, চারিয়ার ঘাট গ্রামের শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক বসতঘর মাটির সাথে মিশে যায়। স্কুল, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। আমতলা, বটতলা ও অন্যান্য বাজারের অসংখ্য দোকান ক্ষতিগ্রস্ত হয়। চাতলাপুর চা বাগানের সহস্রাধিক গাছ ভেঙ্গে পড়ে। শত শত একর বোরো ধান নষ্ট হয়।
অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় এখনও ওই এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
শনিবার (২৭ এপ্রিল) এসব দুর্গত এলাকা পরিদর্শন করেন মৌলভীবাজার-কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এ সকল গ্রাম ঘুরে ঘুরে দেখে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]