
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় বেল্লাল হোসেন (৩০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
২৮ এপ্রিল, রবিবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের কাওয়াক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালক উল্লাপাড়া আর এস এলাকার সেনগাঁতী গ্রামের সোবহান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে অটোভ্যানের এক্সেল ভেঙে ভ্যানচালক রাস্তায় ছিটকে পড়ে৷ এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যান চালকের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক মতিউর রহমান জানান, কাওয়াক মোড়ে আকস্মিকভাবে তার ভ্যানের এক্সেল ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। আইনি প্রক্রিয়া শেষে বিল্লাল হোসেনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]