পাইকুরাটি ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন জালিয়াতি
কম্পিউটার প্রশিক্ষক সৈকতের জামিন লাভ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১৮:০৪
কম্পিউটার প্রশিক্ষক সৈকতের জামিন লাভ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবালের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কম্পিউটার প্রশিক্ষক সৈকত মিয়া।


১২ অক্টোবর, বৃহস্পতিবার ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সৈকতের জামিন আবেদন করা হলে আদালতের বিচারক সৈকতকে জামিন দেন।


গত বুধবার পাইকুরাটি ইউনিয়নবাসীর ব্যানারে সৈকতের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ৩ অক্টোবর মোজাম্মেল হক ইকবাল তার পরিষদের উদ্যোক্তা আরিয়ান মাহমুদ ঋতু ও সৈকতের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করেন। মামলায় সৈকতের বিরুদ্ধে ঋতুর সহযোগী হিসেবে অভিযোগ আনা হয়। পরে সৈকতকে ওইদিনই গ্রেফতার করে পরের দিন কারাগারে পাঠানো হয়।


সৈকতের আইনজীবী অ্যাডভোকেট ইকরাম হোসেন বলেন, ঋতু বহিরাগতদের জন্ম নিবন্ধন তৈরি করছে এ সংক্রান্ত একটি স্বীকারোক্তিমূলক অডিও রেকর্ড করেছিল সৈকত। সেই রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সৈকতের বিরুদ্ধে মামলা করা হয়। বিজ্ঞ আদালত পুলিশি তদন্ত সম্পন্ন হওয়া পর্যন্ত ১০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন।


বিবার্তা/শহীদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com