পানছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১৭:৪৪
পানছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি সদর জোন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউপির যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত পিএসসি।


এসময় শিক্ষার্থীদের হাতে কলম, খাতা, স্কুলব্যাগ, ছাতা, পেন্সিলবক্স তুলে দেন প্রধান অতিথি। চিকিৎসার জন্য আর্থিক নগদ অনুদান প্রদান করেন চেংসামা মগ ও কলেন ত্রিপুরার হাতে। এতে পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, সদর ইউপির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ম্রানুচিং মারমা উপস্থিত ছিলেন।


কোন প্রকার বেতন ভাতা না পেয়ে শিক্ষকগণ কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকগণকে ধন্যবাদ জানিয়ে জোন কমান্ডার বিদ্যালয়টিতে টিন প্রদানের আশ্বাস প্রদান করেন এবং জাতীয় করণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানান।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com