বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ি রিজিয়ন
বর্ণিল আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ২১:০২
বর্ণিল আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দফতর ২০৩ পদাতিক ব্রিগেড। বুধবার (১১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে।


খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা।


প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে- এই আশা রেখে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার পাশাপাশি আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে সর্বস্তরে সেনাবাহিনী যে অবদান রাখছে তার প্রশংসা করেন। পরে খাগড়াছড়ি রিজিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন আমন্ত্রিত অতিথিরা।


অনুষ্ঠানে রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


বিবার্তা/মামুন/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com