কুড়িগ্রামের স্বভাবকবি রাধাপদের উপর হামলা, ২য় আসামি গ্রেফতার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ২০:০৫
কুড়িগ্রামের স্বভাবকবি রাধাপদের উপর হামলা, ২য় আসামি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের আলোচিত স্বভাবকবি রাধাপদ রায় এর উপর হামলা মামলার ২ নাম্বার আসামি কদুর আলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে আসলে তাকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত।


১১ অক্টোবর, বুধবার দুপুরে এডভোকেট লাল মিয়ার মাধ্যমে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে আসলে নাগেশ্বরী আমলি আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী আমলি আদালতের কোর্ট জিআরও সাজ্জাদ।


এর আগে গত ৪ অক্টোবর মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে কুড়িগ্রাম জেলা শহর থেকে গ্রেফতার করে পুলিশ।


গত ৩০ সেপ্টেম্বর পাওনা টাকাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের নদীতে মাছ ধরতে গেলে কবি রাধাপদ রায় এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিবেশী দুই ভাই রফিকুল ও কদুর আলী। পরে স্থানীয়রা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরে তার ছেলে শ্রী যুগল রায় বাদি হয়ে গত ১ অক্টোবর রফিকুল ইসলাম ও কদুর আলীকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com