আখাউড়া স্থলবন্দর দিয়ে জাতীয় প্রেসক্লাবের দল গেল আগরতলায়
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫১
আখাউড়া স্থলবন্দর দিয়ে জাতীয় প্রেসক্লাবের দল গেল আগরতলায়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাতীয় প্রেসক্লাবের সতেরো সদস্যের সাংবাদিকদের প্রতিনিধি দল ভারতের আগরতলায় পৌঁছেছেন। আগরতলা প্রেসক্লাবের নিমন্ত্রণে বাংলাদেশের সাংবাদিকরা সেখানে গেছেন।


শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের প্রতিনিধি দল আগরতলায় পৌঁছেন।


আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।


সাংবাদিকদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।


দুপুরে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশের সাংবাদিকদের ফুল দিয়ে স্বাগত জানান, আগরতলা প্রেসক্লাব সভাপতি জয়ন্ত ভট্টচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে।


এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব আল-আমিন সীমান্তের জিরো পয়েন্টে সাংবাদিক প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এর আগে আখাউড়া রেলওয়ে স্টেশনে তাদেরকে স্বাগত জানান, আখাউড়ার সাংবাদিক কাজী হান্নান খাদেম, জুটন বনিক, বিশ্বজিৎ পাল, মাসুকুর রহমান।


জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমাদের মধ্যে সৌহার্দ রয়েছে। আগরতলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা ঘুরে দেখবো। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হবে।


আগামী ৪ সেপ্টেম্বর বাংলাদেশের সাংবাদিকরা নিজ দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।


বিবার্তা/আকন্ঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com