কুষ্টিয়ায় তুলি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১৬:১৯
কুষ্টিয়ায় তুলি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে (২১) হত্যার অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের স্বজনসহ এলাকাবাসী।


২৪ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে স্বজনরা ছাড়াও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।


মানববন্ধনে অংশ নেয়া স্বজনরা বলেন, অনেক দিনের সম্পর্ক থাকায় নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে গত ২২আগষ্ট সকালে মোবাইলে ফোনে ডেকে নেন অ্যাডভোকেট মাহামুদুল হাসান সুমন তার ভাড়া করা ফ্ল্যাটে। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করার পর কৌশলে শ্বাসরোধ করে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে অপ্রচার চালায় অ্যাডভোকেট মাহামুদুল হাসান সুমনসহ তার পরিবারের
লোকজন।


এ ঘটনায় নিহত ছাত্রীর মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


মাননবন্ধন শেষে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


উল্লেখ্য, কুষ্টিয়া নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলির মরদেহ অ্যাডভোকেট মাহামুদুল হাসান সুমনের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com