ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ২২:১৩
ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২০ আগস্ট ) সকালে সাড়ে ১১টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন, ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মূসা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলীল, পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ প্রমুখ।


এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ভোলা পর্যটনের জন্য উপযোগী জেলা। তাই এখানকার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনের বিষয়টা বিবেচনা করতে হবে। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভোলা খালকে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আরো আকৃষ্ট করার পরিকল্পনার কথা জানান তিনি।


এসময় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা ও বলেন জেলা প্রশাসক।


বিবার্তা/শাহীন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com