সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু: আক্রান্ত ২৫০
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১৫:৪৩
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু: আক্রান্ত ২৫০
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট, মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।


এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ২ নারীসহ ৩জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।


মারা যাওয়াদের একজন হলেন সোনিয়া খাতুন (৩২)। তিনি কলারোয়া পৌরসভার গদখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। মারা যাওয়া অপরজন হলেন অমলেন্দু শর্মা (৮২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের সতীশ শর্মার ছেলে।


সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।


তিনি আরও জানান, অমলেন্দু শর্মা তিন দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়েছেন।


বিবার্তা/সেলিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com