নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ২০:৫৭
নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩’ পালন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৪ আগস্ট) বিকালে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি কার্যালয় (নড়াইল চত্বরে) শিশুদের কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।


নড়াইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস. এ মতিন, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন, জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক কর্মকর্তা তাজুল ইসলাম, আবৃতি প্রশিক্ষক সৌরভ ব্যানার্জী, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারি, প্রতিযোগী শিশু ও তাদের অবিভাবকগণ। প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com