ইঞ্জিন বিকল, তিনদিন সাগরে ভাসছে ১১ জেলেসহ ট্রলার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৯:৫৮
ইঞ্জিন বিকল, তিনদিন সাগরে ভাসছে ১১ জেলেসহ ট্রলার
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে গত তিনদিন ধরে ১১ জেলেসহ সাগরে ভাসছে এফবি জুবায়দুল নামে একটি ট্রলার।


বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে সাগরের উদ্দেশে ছেড়ে যায় ট্রলারটি।


এফবি জুবায়দুল হক নামে ওই ট্রলারের মালিক আবুল কালাম। ভাসমান জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।


ট্রলার মালিক আবুল কালামের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে জানান, ২৯ জুলাই পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট থেকে সব সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা দেন জেলেরা। ১ আগস্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারের মালিক আবুল কালামকে জেলেরা ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিন বিকল ট্রলারের অবস্থান ছিল বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১১ জন বেঁচে আছেন ট্রলারে।


কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ ছত্তার বলেন, খোঁজ খবর নিচ্ছি, বিষয়টি আমাদের টহল টিমকে জানিয়েছি। তারা উদ্ধার কাজ শুরু করেছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com