দুর্গাপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ২১:৫১
দুর্গাপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
দুর্গাপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।


২৫ জুলাই, মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ব্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নেত্রকোণা-১ আসনের এমপি মানু মজুমদার।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান, সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উসমান গনি তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি পাভেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ লীগ সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ৯টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com