ঝিনাইগাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৭:১৯
ঝিনাইগাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২৩ জুলাই, রবিবার বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারুক আল মাসুদ।


এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম ফয়েজুর আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ।


সভায় ইউএনও ফারুক আল মাসুদ বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।


বিবার্তা/মনির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com