দুর্গাপুরে ৫ হাজার কেজি চোরাই চিনি জব্দ, আটক ৫
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ২২:২৪
দুর্গাপুরে ৫ হাজার কেজি চোরাই চিনি জব্দ, আটক ৫
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৫ হাজার ৪০০ কেজি (১২০ বস্তা) ভারতীয় চিনিসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি ট্রাক জব্দ করা হয়েছে।


২০ জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কুনিয়া ব্রীজ এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।


আটককৃতরা হচ্ছেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভাত খাওয়ার চর গ্রামের হাসান মিয়া(২২), তারই আপন ভাই একই গ্রামের মো. উমর মিয়া(৩০), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাশতলা গ্রামের ফয়সাল মিয়া (২৫), নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের আরশাদুল ইসলাম (৩০) ও দুর্গাপুর উপজেলার শিংপুর গ্রামের আলমগীর কবির রিদয় (২৮)।


পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকের ভিতরে ৪৫ কেজির বস্তায় ভরা ১২০ বস্তা চিনি জব্দ ও পাঁচ জনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা।


দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনী কার্যক্রম শেষে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রফিক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com