নালিতাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা জহির দ্রং আর নেই
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ২১:৩৬
নালিতাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা জহির দ্রং আর নেই
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী মিশন এলাকার আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো আদিবাসী সম্প্রদায়ের বীরমুক্তিযোদ্ধা জহির দ্রং আর নেই।


১২ জুলাই, বুধবার দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ১১ জুলাই, মঙ্গলবার বিকেলে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।



সমাহিত করার আগে গার্ড অব অনার প্রদান ও তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকসহ পুলিশ সদস্য ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। পরে তাকে বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা জহির দ্রং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো হয়েও ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরোচিত ভূমিকা রেখেছেন। স্বাধীনতা পরবর্তী ১৯৮৯ সালে তিনি স্থানীয় বারমারী সাধু লিওর খ্রিষ্টান মিশনের সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।


তাঁর মৃত্যুতে এলাকার গারো আদিবাসী নেতৃবৃন্দসহ সেন্ট লিও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


বিবার্তা/জাহিদুল/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com