শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে সার, বীজ ও স্প্রে মেশিন বিতরণ
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৫:২৩
শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে সার, বীজ ও স্প্রে মেশিন বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


২৬ জুন, সোমবার সকাল ১১টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি শ্রীমঙ্গলে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শমসের খাঁন।


১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি, ৫ কেজি বীজ, ৯৬টি হ্যান্ড স্প্রে ৯৬টি, ৫১টি পাওয়ার স্প্রে উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


বিবার্তা/কাউছার/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com