লালমোহনে ঈদ উপলক্ষ্যে সমুদ্রগামী জেলেরা পেলেন বরাদ্দের চাল
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ২০:৪৯
লালমোহনে ঈদ উপলক্ষ্যে সমুদ্রগামী জেলেরা পেলেন বরাদ্দের চাল
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভোলার লালমোহনের সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।


২৪ জুন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ১৫শত ৬৩জন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।


সাগরে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন এসব জেলেরা ঈদের আগে সরকারি বরাদ্দের চাল পেয়ে খুশি। তারা বলেন, ঈদের আগ মুহূর্তে এ চাল পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ পালন করতে পারবো। সঠিক সময়ে নিজেদের বরাদ্দের চাল পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেরা।


চাল বিতরণকালে বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ, ইউনিয়ন পরিষদের সচিব মো. ছিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।


ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার বলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় ঈদের আগে এ ইউনিয়নের সকল জেলেকে তাদের বরাদ্দের চাল বুঝিয়ে দিতে বলেছেন। তার নির্দেশনায় জেলেদের চাল তাদের মাঝে স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।


বিবার্তা/মনজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com