ঝিনাইগাতীতে নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৬:১৭
ঝিনাইগাতীতে নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা।


১৮ জুন, রবিবার সকাল ১১টায় উপজেলার সদর বাজারের ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে ঝিনাইগাতী প্রেস ক্লাব এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।


এতে ঝিনাইগাতী উপজেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক এম মোকাদ্দেস আলী এবং ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন- ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, সাংবাদিক মো. দুদু মল্লিক, সারোয়ার হোসেন, ঝিনাইগাতী রির্পোর্টাস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো, মোরাদ হোসেন, সাংবাদিক সাদ্দাম হোসেন, সোহেল রানা প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বারবার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমাণ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, যার তদন্ত এখনও শেষ হয়নি।
এসময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।


বিবার্তা/মনির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com