সাংবাদিক নাদিম হত্যা মামলায় বাবুসহ ৪ জনকে আদালতে সোপর্দ, রিমান্ডে ৯
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৫:৫৪
সাংবাদিক নাদিম হত্যা মামলায় বাবুসহ ৪ জনকে আদালতে সোপর্দ, রিমান্ডে ৯
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের বকসীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার অভিযুক্ত মূলহোতা প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল, রাকিব, মুনিরসহ ৪ জনকে ১৮ জুন, রবিবার দুপুরে আদালতে সোপর্দ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।


অন্যদিকে সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেফতারকৃত ১৩ আসামির মধ্যে ৯ জনকে ৪ দিন ও ৫জনকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।


১৮ জুন, রবিবার দুপুর সাড়ে ১২টা দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তানভীর আহমেদ ৯ জনের রিমান্ড মঞ্জুর করেন। জামালপুরে আটক ৯ জনকে শনিবার বিকেলে আদালতে তোলা হয়েছিল। রবিবার তাদের শুনানি হয়। এতে সুমন (৪৩), মিলন (২৫), তোফাজ্জল (৪০) ও আইনাল হক (৫৫) এই ৪ জনকে ৪ দিন করে এবং কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), শহিদ (৪০), মকবুল (৪০), ওহিজ্জামানে (৩০) ৫ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। তিনি ৫ জন আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং ৪ জনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন।


প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়েছে।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com