‘সরকারি-বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব’
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৬:২৩
‘সরকারি-বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি-বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান।


১৭ জুন, শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য আউটসোর্সিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।


জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।


এসময় উপস্থিত ছিলেন- উপসচিব আক্তারুন নাহার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর এ আলম, সাজিয়া পারভিন, সমাজকর্মী জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।


এছাড়া সরকারি বেসরকারি সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সুমন/ সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com