আগামীকাল কক্সবাজার সদর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় নির্বাচন
প্রকাশ : ১১ জুন ২০২৩, ২০:২১
আগামীকাল কক্সবাজার সদর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় নির্বাচন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল অনুষ্ঠিত হবে কক্সবাজার সদর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন।


ভোট উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুটি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।


কক্সবাজার সদর পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন ও নরসিংদী জেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম আড়াইহাজার পৌরসভার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।


এবার নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী মোট চারজন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী, মোবাইল আর জগ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন উর রশিদ ও আওয়ামী লীগের সাবেক মেয়র হাবিবুর রহমান।


এছাড়াও তিন সংরক্ষিত আসনে ১০ জন ও ৯টি সাধারণ আসনে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


রিটার্নিং অফিসার রবিউল আলম জানান, তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ১২ জুন ইভিএমে হবে ভোট।


পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২৪ হাজার ৪৪৫ জন ভোটার রয়েছে। যেখানে পুরুষ ভোটার ১২ হাজার ৪৪৮ জন এবং নারী ভোটার সংখ্যা ১২ হাজার ৩৯৭ জন।


অন্যদিকে, কক্সবাজার সদর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী মোট পাঁচজন। আর এছাড়াও তিন সংরক্ষিত আসনে ১৬ জন ও ৯টি সাধারণ আসনে ৫৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। যেখানে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৪৫ হাজার ২০২ জন। ৪৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে চলবে ভোটগ্রহণ। পৌরসভার এবারের নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীসহ ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ১১ জন সদস্য। অন্যদিকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবে।


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com