
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের ইসলামপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত হয়েছে।
২৮ এপ্রিল, রবিবার দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন লিগ্যাল এইড কমিটি।
এদিন সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সরকার বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। যেসব বিচারপ্রার্থীরা দরিদ্র ও আর্থিক সংকটে মামলার ব্যয় পরিচালনা করতে পারে না তাদের জন্য লিগ্যাল এইড বিনামূল্যে তাদের মামলা পরিচালনা করে। টোল ফ্রি নম্বর-১৬৪৩০ সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইনের মাধ্যমে ভুক্তভোগী যোগাযোগ করে সরকারি খরচে আইন সহায়তা পাবে।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]