আমতলীতে ছাত্রীদের মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৮:০৯
আমতলীতে ছাত্রীদের মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোবাইলে ছবি তোলার মিথ্যা অপবাদ দিয়ে মাদ্রাসার ১০ ছাত্রীকে মারধর করে মলমূল খাইয়ে দেয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


৮ জুন, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ তদন্ত কমিটি গঠন করেছেন।


জানা গেছে, আমতলী পৌর শহরের মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রসার ১০ ছাত্রীকে মোবাইলে ছবি তোলার অপবাদ দিয়ে শিক্ষিকা তাসলিমা বেগম মারধর বরে। পরে তাসলিমা বেগম, তার স্বামী আব্দুর রশিদ, ছেলে তাইয়েবা ও মেয়ে নুসরাত ওই ১০ ছাত্রীকে মলমূত্র, ড্রেনের পঁচা পানি, হাঁসের মল বালতিতে মিশিয়ে জোরপূর্বক খাইয়ে দেয়। গত সোমবার এ ঘটনার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।এতে নড়েচরে বসেন প্রশাসন।


৮ জুন, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।


তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, তদন্ত করে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/নোমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com