শিরোনাম
সীমানা পিলার পুননির্মাণ পরিদর্শনে ভারতে গেলেন বাংলাদেশের ৬ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:১১
সীমানা পিলার পুননির্মাণ পরিদর্শনে ভারতে গেলেন বাংলাদেশের ৬ প্রতিনিধি
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ও ভারত আন্তর্জাতিক সীমান্ত সীমানা পিলার পুননির্মাণ ও মেরামত কাজ যৌথ পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন।


৮ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিক এর নেতৃত্বে প্রতিনিধি দলটি ৩দিনের সরকারি সফরে ভারতে যান।


এসময় হিলি চেকপোস্টে ভারতের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরে প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তারা ভারতে প্রবেশ করেন।


হিলি ইমিগ্রেশনে এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলার নবাগত ইউএনও অমিত রায়, বিদায়ী ইউএনও মোহাম্মদ নূর-এ আলম, সহকারী কমিশনার ভূমি মোছা. মোকলেদা খাতুন মীম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি শরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম প্রমুখ।


বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যুগ্মসচিব এম এম আরিফ পাশা, উপপরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিয়া ও মো. আশরাফুল হোসেন।


জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামসুল আজম জানান, বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত আন্তর্জাতিক সীমানা পিলার যৌথ ভাবে পরিদর্শন করা হবে। এজন্য ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতে গেছেন। আগামী ১০ তারিখ পরিদর্শন কাজ শেষে পুনরায় বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/সউদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com