ডিমলায় স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২
প্রকাশ : ১৩ মে ২০২৪, ২১:০৮
ডিমলায় স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ডিমলা থানা পুলিশ উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাটের রোস্তম আলীর ছেলে আদিল শাহারিয়ার (১৭) ও ডিমলা সদর ইউনিয়নের বাবুর হাট গ্রামের আব্দুস সোবাহানের ছেলে সাইদুজ্জামান সৈকত (১৭)-কে গ্রেফতার করেছে।


রবিবার (১২ মে) ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (১১ মে) বিকেলে শিক্ষার্থীটি বিদ্যালয় থেকে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার সময় ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে ওৎ পেতে থাকা আদিল শাহারিয়ার তার পথ আটকায়। পরে আদিল ও সৈকত ছাত্রীটিকে তুলে ডিমলা মেডিকেল মোড় সংলগ্ন ফজিলাতুন্নেসা স্কুলের পিছনে পরিত্যক্ত টয়লেটের পাশে নিয়ে যায়। সেখানে প্রমিত দাস নামের অপর এক কিশোর উপস্থিত হয়। তারা তিনজন ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়।


একই সময় তারা ছাত্রীটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে, যার ভিডিও ধারণ করে আদিল শাহারিয়ার। পরে তারা ওই ছাত্রীটিকে প্রমিত দাসের বাড়িতে আসতে বলে, অন্যথায় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয়ভীতি দেখায়। শিক্ষার্থীটি যেতে না চাইলেও তারা জোর করে মোটরসাইকেলে প্রমিত দাসের বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।


খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হন।


মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থীটি স্কুলে যাতায়াতের সময় প্রমিত সাহা অনেক আগে থেকেই তাকে উত্ত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শিক্ষার্থীটি সাড়া না দেয়ায় ওই কিশোরসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করেছে।


এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার শিক্ষার্থীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/সুজন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com