
মালয়েশিয়ায় বন্যহাতির পদদলনে মো. নওশের আলী (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির কেলানতান রাজ্যের গুড়া মুসাং জেলার পোস ব্লাউয়ের কাম্পুং ওম এলাকার একটি খামারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
১৩ মে, সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু।
সিক চুন ফু বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে পুলিশ খবর পায় এবং তাৎক্ষণিক তদন্তের জন্য একটি দলকে ঘটনাস্থলে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নওশের যে খামারে কাজ করতেন সেখান থেকে সহকর্মীসহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এ সময় হাতিটি দৌড়ে এসে তাদের আক্রমণ করে। সঙ্গে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পায়। তার পেটে গুরুতর জখম ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের পেটে আঘাত ও শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের ছাপের চিহ্ন রয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]