রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৩:১০
রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবার (১২ মে) রাশিয়ার সীমান্ত শহর বেলগ্রোদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এসব হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি রুশ নাগরিক আহত হয়েছেন।


১৩ মে, সোমবার রাশিয়ার জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় এ খবর জানিয়েছে।


জানা যায়, দফায় দফায় হামলায় শহরটিতে আটবার বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি ১০তলা ভবনের ওপর বিস্ফোরিত হয়। এতে ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়ে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করছে রুশ কর্তৃপক্ষ।


রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ তলা অ্যাপার্টমেন্টটি বিধ্বস্ত হয়। ঘটনার পরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমে ১৪ জন, পরে আরেকজনের মরদেহ উদ্ধার করেন। ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


বেলগ্রোদ প্রশাসন জানিয়েছে, ইউক্রেন টোচকা-ইউ টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছে।


উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই দুই দেশে হামলা- পাল্টা হামলা শুরু হয়। এ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।


যুদ্ধ শুরুর পর ৮৮ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com