
কুমিল্লার মুরাদনগরে নির্যাতনের শিকার সেই নারী বাবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। কেবল তিনি নন, মঙ্গলবার (১ জুলাই) তার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের বাড়িতে দেখা যায়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, 'ঘটনার পর থেকে প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দেওয়ার চাপে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এমন বিব্রতকর পরিস্থিতিতে তিনি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।'
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় প্রধান আসামি ফজর আলীসহ (৩৬) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা আবদুর রব জানিয়েছেন, সোমবার বিকেলে ওই নারী তার বাবার বাড়ি ছেড়ে চলে গেছেন। পুলিশের সহযোগিতায় প্রথমে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। পরবর্তীতে তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তালাবদ্ধ করে বাড়ি ত্যাগ করেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নগ্রাফি আইনে দায়ের মামলায় কারাগারে থাকা ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ সোমবার আদালতে আবেদন করেছে।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) এই আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারিত রয়েছে।
হাজতিদের জব্দ মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে পাঠানো হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]