নতুন অর্থবছরে প্রথমদিনেই মোংলা বন্দরে ভিড়ল ৪ বাণিজ্যিক জাহাজ
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:৫৮
নতুন অর্থবছরে প্রথমদিনেই মোংলা বন্দরে ভিড়ল ৪ বাণিজ্যিক জাহাজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে। বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১লা জুলাই বন্দরের ৫নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ Kota restu (gearless), ৬ নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ M T. HaiHong, ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ M.V. History Eduard এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ M.V. D S Prosperity এ ৪ টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।


এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশী জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রীড অব কোম্পানি ও রুপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি পন্য রয়েছে বলে জানান মোংলা বন্দর কতৃপক্ষের উপ পরিচালক মাকরুজ্জামান।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com