
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, সবার সহযোগিতা ও ঐকমত্য থাকলে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে বলে কমিশন আশাবাদী।
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের সূচনায় তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সবার দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী।
বৈঠকের শুরুতে, সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংলাপে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করে।
উল্লেখ্য, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সনদ তৈরিতে প্রথম দফার আলোচনায় ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর ২ জুলাই থেকে দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে।
এই দিন আলোচনার বিষয়বস্তু হিসেবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন প্রসঙ্গসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয়ও আলোচনায় আসার কথা রয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]