বরিশালে বাস চাপায় পথচারী নিহত
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৬:১৫
বরিশালে বাস চাপায় পথচারী নিহত
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালের কাশিপুর এলাকায় বাস চাপায় জসিম (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন।


১৩ মে, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।


নিহত জসিম উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।


এ ঘটনায় চালককে আটক করা না গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ উল আলম চৌধুরী।


প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১২১৭১৫) কাশিপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়ক অতিক্রম করছিল। তখন রাস্তা পার হচ্ছিলেন জসিম। মাঝ রাস্তায় অবস্থানকালে দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উপস্থিত পথচারীরা ঢাকাগামী বাসটির পথ আটকে দেয়। তখন চালক ও হেলপার যাত্রীবেশে পালিয়ে যায়।


ওসি মাসুদ বলেন, এ ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com